//মনে ঠিক গতি, সব কার্যকর//


আজকের গতি শুধু আজকের
হয়ত কালকে থাকতেও পারে
তার মানে সেটা নয় নিশ্চিত
অনিশ্চিতকে রাখব না ধরে।


গতি থাকবেই, এ তো নিশ্চিত
তা যাই হোক-না, শ্লথ কিবা দ্রুত
শূন্যের ঘরে চলে গেলে গতি
আঁধারে জীবন হবে আবৃত।


গতি থাকলেই হবে চলমান
প্রত্যেকে দেবে এ কথায় সায়
আপাত দৃষ্টি বলবে তাই তো
গভীর অর্থে ঠিক তা তো নয়।


গতি শুনলেই, বুঝি নড়াচড়া
এগিয়েও চলা এক স্থান ছেড়ে
না এগিয়ে ঘুরে চলেছে লাট্টু
লাট্টুও ঘোরে গতিকেই ধরে।


গতি মানুষের, গতি লাট্টুর
দুই এর তুলনা অকার্যকর
মানুষের গতি খুব স্বতন্ত্র
মনে যেই গতি তা কার্যকর।


স্থির শরীরেও গতি খুঁজে পাই
সেই গতি নিয়ে মন ক্রিয়াশীল
ক্রিয়াশীল মন জীবনের ধন
এই ধন নিয়ে ভাবে ভরা ঝিল।


সুস্থ মতিতে ঠিক মাপে গতি
লোভ-লাভে গতি ঠিকানাবিহীন
হিংসায় মন, গতি দিশাহারা
গতির নিয়ন্ত্রণে বাজে বীণ।


মনের গতিতে পরিবর্তন
হয়েছে হচ্ছে হতেও থাকবে
আর তা হবেনা দিনের হিসেবে
প্রতি ক্ষণে ক্ষণে হিসেব চলবে।


সুবীর সেনগুপ্ত