//মনের আয়না//


মনের আয়না যদি কিছু থাকে
তা তো নিশ্চিত চোখ
এ ছাড়া কী আর কিছু হতে পারে!
কৌতূহলেই ঝোঁক।


মনের আয়না খুঁজতে চেয়েছি
খুঁজিনি হাতের আয়না
কারণ যে জানি খুঁজতে গেলেই
কখনোই খুঁজে পাবো না।


হাত ধরে ফেলে প্রয়োজন হলে
ধরা কী হাতের বাসনা!
নিষ্প্রয়োজনে হাত তো ধরে না
কোথা থেকে আসে ধারণা!


দেখা শোনা বলা, ধরা ছোঁয়া চলা
করতে লাগেই প্রেরণা
এই প্রেরণার উৎসের খোঁজে
হতে পারে আলোচনা।


প্রতিফলনের তরে প্রয়োজন
আলো ছাড়া আর কিছু না
এই জ্ঞান যদি নাই থাকে, তবে
ভাবনা কী কালো সোনা!


প্রতিফলনের অভাব হলেই
দৃষ্টি হারাবে ডানা
প্রতিফলনের অন্বর্থ সাথী
আমাদের প্রিয় আয়না।


আঁখি শরীরের, মনের কী নয়!
হতে তো হবেই তাই
প্রতি আঁখিদ্বয় মনের আয়না
চেতনাও বলে তাই।


আঁখি আর তার সাথেই ভাবনা
দুয়ে মিলে সেই আয়না
যার থেকে হয় সেই প্রতিফলন
যা হয় মনের গয়না।


মনের আয়না করে চলে কাজ
নিভৃতে নিশ্চুপে
আর সেই কাজ দেয় শরীরকে
কাজের প্রেরণা চুপে।


সুবীর সেনগুপ্ত