//মনের কাজের তালিকা//


কী কী কাজ হতে পারে এই মনের!
বসেছি বানাতে তালিকা
লিখছি, লেখার পরেই কাটছি
কবে শেষ হবে লেখা!


লক্ষ্যে নিশানা, লেখাও থামেনা
কতদিন ধরে লিখছি!
কর্মের ফাঁকে ফাঁকে যে সময়
সে সময়ে লেখা ধরছি।


অভিনব নেশা, কী যে তার দিশা
এখনো বুঝতে পারিনি
বুঝিনি বলে কী আছি ক্ষোভ নিয়ে!
কেন যাব ক্ষোভ খুঁজতে!


চোখ কাজ করে, দেখতেই থাকে
কান শোনে অহরহ
প্রয়োজন মতো বিশ্রাম নেয়
কভু করে বিদ্রোহ।


কাজ না করলে, কাজ পড়ে থাকে
পড়ে থাকলেও ক্ষতি কি!
ক্ষতির ভাবনা যদি আসে মনে
কাজ করা হয়, তাই কি!


কাজের কারণ খুঁজতে বসিনি
তালিকা গড়তে বসেছি
এ কাজ মনের, বুঝতে পারছি
তালিকাভুক্ত করছি।


কার নির্দেশে মন কাজ করে!
ভীষণ কঠিন প্রশ্ন
কিন্তু মনের নির্দেশে কাজ
এ তো নিশ্চিত মান্য।


বোধহয় মনের কাজ একটাই
শুধু দেওয়া নির্দেশ
হোক, তাই হোক, তালিকা ছোট্ট
আমারও কাজ শেষ।


সুবীর সেনগুপ্ত