//মনটা আমার দেয় না ফাঁকি//


ডানেই থাকি, বামেই থাকি
মনটা আমায় দেয় না ফাঁকি
সেই একই সুর থাকে একই তানে
খুব সাধারণ জীবন সরল গানে।


বাহিরে যাই, কিংবা ঘরেই
ভাবনাধারা সেই খুশীতেই
নেই আগামীর ভাবনা আমার মনে
স্মরণ করার বালাই সুদূর বনে।


লাল কাপড়ে, কিংবা নীলে
লাজ ঢেকেছি, মন তাই বলে
নগ্ন শরীর অসভ্যতার নিদর্শনে
বলছি এটাই, নিয়ম তাই যে মানে।


এখন করি, কিংবা পরে
আমার করা আমার তরে
সুফল কূফল সবই আমার শাসনে
কী আর চাইব! জীবন নিয়েই আহ্লাদ এই মনে।


দিনের আহার, রাতের আহার
সব জ্বালানী শরীর চলার
আপ্লুত হয়ে যাইনি খাওয়ার টানে
যা পেয়েছি তাই খেয়েছি অম্লান বদনে।


দিনের সময়, রাতের সময়
কেটে গেলেই ভাগ্য সহায়
থাকি আমি এই ভাগ্যেরই সন্ধানে
মুখ্য জ্ঞান তো এটাই আমার মননে।


সুবীর সেনগুপ্ত