মৃত্যুর সাথে, আলাপ করে কি
বেঁচে থাকা সম্ভব নয়!
আমি জানি, কেউ এই ভাবনাকে
কখনো দেবে না প্রশ্রয়|


মৃত্যুর সাথে অস্তিত্বের
আছে নাকি, কোনো সংযোগ!
অদ্ভুদ এই প্রশ্নটার কিr
জবাবে শুধু বিয়োগ!


মৃত্যুর সাথে, আলাপ তো দূর
মৃত্যু কি! তাই জানি কি!
শরীর অকেজো, হলেই মৃত্যু
এটাই মুখ্য, নয় কি!


সচল শরীরে, বাসা বাঁধে প্রাণ
জানি কি তার স্বরূপ!
মৃত্যু ও প্রাণ, থাকে বিতর্কে
অন্তে সবাই চুপ|


মৃত্যু ও প্রাণ, করলে তুলনা
দিন রাত্রির মত
কখনো আসে না, দুটো একসাথে
তবে আসে অবিরত|


মৃত্যু ও প্রাণ, কার বেশী নাম!
খুঁজে দেখতেই পারি
প্রাণ আছে বলে, মৃত্যুকে পাই
প্রানেরই পাল্লা ভারী|


মৃত্যুর সাথে, হয় না আলাপ
কেউ কি বলবে হয়!
যদি হয়, হবে মৃত্যুর পরে
সে তো অজানাই রয়|


মৃত্যু ও প্রাণ দিন রাত্রির মত