//মুখ্যমন্ত্রী//


মুখ্যমন্ত্রী তুমি, মূর্খমন্ত্রী নও
তুমি যা বলবে সবই হতে হবে মুখ্য
জনতা শুনতে চায় শুধুই মুখ্য কথা
মূর্খের মতো কথা ঘোচায় না দুঃখ।


মুখ্যমন্ত্রী হয়ে প্রদেশের মাথা
তুমি যা বলবে সে তো বেদবাক্যই
মানুষ দিয়েছে ভোট, সেটাই কারণ
কেন বলো সেই কথা যার মাথা নেই!


প্রদেশের মাথা, তাই প্রদেশের মুখ
মান-সম্মান সব তোমারই হাতে
তোমার আদেশ আর নির্দেশগুলো
হোকনা তেমন যাতে খুশী গড়ে ওঠে।


তুমি কী পেয়েছ নাকি সকলের ভোট!
তা যে নয়, জানায় পরিসংখ্যান
মুখ্যমন্ত্রী তুমি প্রতি মানুষের
তোমাকে গাইতে হবে সমতার গান।


হতে তো হবেই গণতন্ত্রের পূজারী
রাজনীতিবিদ হলে, এটাই তো কাম্য
বিকল্পে উঠবে সমালোচনার ঝড়
সেই ঝড়ে উড়ে যাবে শাসনের বর্ম।


সুবীর সেনগুপ্ত