//না না তাড়া করে, নয় কাজ সারা//


নিজেই বুঝিনা এত কেন তারা!
যত তাড়া তত হই দিশাহারা
তাড়া করে আর তারা খেয়ে খেয়ে
দিশাহারা, তবু ছাড়ি না তো তাড়া|


তাড়া করা সে তো পুলিশের কাজ
চোর ধরতেই পুলিশের তাড়া
শিকারির ছোটা শিকার ধরতে
অনুসরণের এই এক ধারা|


তাড়া করবার কেন প্রয়োজন!
এই প্রয়োজন হয় কী সবার
সব্বার কিনা আমি তো জানিনা
তবে জানি তাড়া দিতে থাকে নাড়া|


তাড়া তাড়াতাড়ি তাড়া তড়িঘড়ি
তাড়া মানেই কী সব দ্রুতগতি!
ধীরে ধীরে তাড়া চলতেও পারে
দর দাম বুঝে তাড়া পাবে গতি|


প্রয়োজন তাও করিনা তো তাড়া
সে প্রয়োজনের গুরুত্ব কম
অথবা পূরণ না হলেও চলে
তাড়ার চমক শীতল নরম|


মন যদি দেয় অতি বেশী তাড়া
জীবনে চলার পথে আসে বাধা
তাড়াহুড়ো করে করা অপচয়
জ্ঞাত এই কহতব্যের জয়|


কিছু পেতে হবে মরিয়া যখন
ছুটতেই থাকি সেটার পিছনে
ধীরে ধীরে ছোটা হয়ে যায় তাড়া
অন্তে হতাশা আসেই মননে|

না না তাড়া করে, নয় কাজ সারা
কাজ সারা হবে করে বুঝে শুনে
তাড়ার বদলে হতে হবে ধীর
কাজে সফলতা আসবে চরণে|


সুবীর সেনগুপ্ত