//নাক গলিয়ে, যাবেন না আর চলে//


এই যে মশাই, কোথায় যে যান চলে!
ফুরুত করে, একটা কথা বলে।


বেশ তো চলে আপনার ঐ মুখ
কান দুটো কি শুনতে নয় উৎসুক!


আরে মশাই, এই কথাটা জানুন
বলার পরে, শুনতেও হয়, মানুন।


ভুজুং ভাজুং বললে কি আর চলবে!
মতামতের জবাব নিতেই হবে।


জানেন আপনি, কেমন প্রাণী গাধা!
জানেন না, তাও শুনতে কেন বাধা!


কাউকে আপনি, বলেন যদি গাধা
ছিঁটিয়ে দিলেন, তার কাপড়েই কাদা।


কথার উপর, চাপবে কথা নিত্য
যেমন ভরে, ঝোলার ভিতর বিত্ত।


শুনুন মশাই, আপনিও তো মানুষ
নিয়ম মানুন, তবেই ভালো পুরুষ।


কথাবার্তায়, দিন না একটু সময়
দিলেই সময়, হয় না পরাজয়।


যান না চলে, বারণ কি আর করছি!
ফোড়ন কাটার স্বভাবটা ভুল, বলছি।


আসতে যেতে, কেনই কাটেন ফোড়ন!
কাটতে হলে, দাঁড়িয়ে কিছু বলুন।


নাক গলিয়ে, যাবেন না আর চলে
এই ব্যবহার, দেবেই কাছা খুলে।


সুবীর সেনগুপ্ত