//নারী প্রহেলিকা, হেঁয়ালিতে গাঁথা//


রূপের আড়ালে নারী রহস্য
দুচোখের কোণে তাঁর মৃদুহাস্য
ভীষণই জটিল হবে না উন্মোচন!
হলেই, তা হবে শেষ অসাধ্য সাধন!


নারীর সামান্য চাল ও চলন
পুরুষের মনে তোলে আলোড়ন
করাই যায় না এ কথা অস্বীকার
কী কারণে খোলে এই আলোড়ন দ্বার!


জীবনের শুরু নারীর কারণে
নারীর মমতা জীবনের মানে
প্রাণসত্তার উৎস শুধু কী নারী!
এই জ্ঞান নিয়ে হয়না দরাদরি|


লাবণ্য আর মাধুর্য নিয়ে নারী
পুরুষ, সেই তো নারীর পূজারী
নারী দেবী নারী ঠাকুরানী, ঈশ্বরী
নারী সুবিবেচক, কচিত অহংকারী|


শরীর শক্তি নিয়ে কথা বলা
এতেই লুকিয়ে আছে ছলাকলা
অবলা বলে কি নারীর নির্যাতন!
এ তো অন্যায়, প্রতিবাদ প্রয়োজন|


নারী সংসারী চিরন্তন এই সত্য
পুরুষের উপস্থিতি কী মিথ্যে তথ্য!
দুয়ে মিলে গড়ে সংসার, তা তো জানি
এ নিয়ে কী হতে পারে নাকি কানাকানি!


গৃহলক্ষ্মীর আসনে কে থাকে!
এর জবাবের অপেক্ষা কে রাখে!
নারী না থাকলে সংসার হয় শ্রীহীন
সমাজের মাঝে নারীর মূল্য সীমাহীন|


নারী প্রহেলিকা, হেঁয়ালিতে গাঁথা
মানবী রমনী আলোচনা সর্বদা
নারী আছে তাই জীবন পূর্ণ
মাতা ভগ্নী ও পত্নীতে মন|


সুবীর সেনগুপ্ত