//নীরবতাও শুনতে হবে//


সব কথা কি বলতে হবে!
নীরবতাও শুনতে হবে
নিহিত অর্থ বুঝতে হবে
সেটাই বোধহয় আসল উপলব্ধি...
কথা মানেই শব্দ কি চাই!
ইঙ্গিত কি অর্থ ছাড়াই!
অর্থ বুঝলে স্রোত থাকবেই
স্রোত ধরে ধরে এগোনো এক পদ্ধতি।


নীরবতার শব্দ শুনে
ভাবনার উদ্গম এই মনে
বিবেচনার অন্বেষণে
অনুভূতি কথার প্রতিস্থাপন...
কিন্তু কথা থাকতে হবে
হয় যদি কম, মানতে হবে
বাক সংযম কদর পাবে
অল্প কথায় আলোচনার সমাপন।


কথার প্রয়োজন তো আছে
কথাই টেনে আনে কাছে
লাগলে ভালো, হৃদয় নাচে
তাই বলে কি হতেই হবে বাচাল!
নীরবতা, বাকপটুতা
নেতা নাকি অভিনেতা!
কেন নেব দুই এর একটা!
সামঞ্জস্য না রাখলে তো বেতাল।


সব কথা কি বলা উচিৎ!
যে বলবে, তার হবে কি হিত!
যে শুনল, সে পাবে কি জিৎ!
এই সব প্রশ্ন জবাব খুঁজে পায় না...
সব কথা কি আনে ক্ষতি!
নইলে কি আর পাবেই খ্যাতি!
কোনটা হবে সুস্থ নীতি!
প্রশ্ন আরও, জবাব সব অজানা।


সুবীর সেনগুপ্ত