আজ নীশিথের, অপেক্ষা নয়
আজ নিশীথকে, চাই না তো পাশে
নীশিথের, প্রয়োজন ফুরিয়েছে
এখন যে মন, না-চাওয়ার আশে|


বিগত দিনের, কথা মনে পড়ে
অপেক্ষাতেই, কেটে যেত দিন
কখন দেখব, গোধূলির আভা!
তারপরেই তো, নীশিথ আসীন|


জমাট ছিল না, নীশিথের কালো
আলো আঁধারের, বিস্তৃত রূপ
তার মাঝে, ফুটে উঠতো স্বপ্ন
থাকতও বেঁচে, হয়ে নিশ্চুপ|


যামিনী নিশীথ, রাত্রির মাঝে
সময়ের স্রোত, থমকে দাঁড়াতো
শব্দবিহীন, কথা কানে এলে
সব বুঝতাম, ভুল হতো না তো|


বদলে যায়নি, নীশিথের রূপ
আমি বদলেছি, নীশিথ তেমন
আজকে নীশিথ, কেবল রাত্রি
দৃষ্টিতে ভাব, হারিয়ে ফেলেছি|


কল্পনা ভরা, নীশিথের বন
এখন কালোতে, ভরে অপূর্ণ
ভালবাসা আর, খেলেনা সেখানে
সঙ্গী যে নেই, মাঠ তো শূন্য|


নীশিথের মাঠ শূন্য