//নিজেকেই জানা//


নিজের সঙ্গে ভাব না করলে
আর নিজেকে ভালো না বাসলে
অন্যের সাথে ভাব কী হবেই সফল!
না অন্যকে ভালবেসে পাবো ফল!


নিজের সঙ্গে ভাব করেই তো
নিজের কর্ম হবে ঠিকমতো
সফলতা থেকে কর্মের হবে বিস্তার
আশংকা থেকে পাওয়া যাবে নিস্তার।


জানা প্রয়োজন কী যে ভালবাসা
জ্ঞানের উৎস নিজেরই তো বাসা
নিজ জ্ঞান নিয়ে নিজে হলে সমৃদ্ধ
উচিৎ সে জ্ঞান কখনো হবে না বৃদ্ধ।


শুধুই নিজের সঙ্গে কী ভাব!
অন্যের সাথে ভাব কী অ-লাভ!
আসলে ভাব কী বোঝে আমি আর তুমি
ভাব হতে চায় না কখনোই রণভূমি।


ভাব হতে হবে সকলের সাথে
হবে মেলামেশা পথে যেতে যেতে
যাঁরা পরিবারে, তাঁদের সাথেও ভাব
এমন চলায় জীবনের পথে লাভ।


যা কিছুই হবে ঘরের বাইরে
তার শুরু হবে নিজ অন্তরে
এটাই বোধহয় সুখী জীবনের মন্ত্র
না হলেই ভালো জীবন একটি যন্ত্র।


সুবীর সেনগুপ্ত