//নিজের দৃষ্টি নিজের মনোনয়নে//


দেখতে বললে, তাই দেখলাম
দেখার ইচ্ছা ছিল না
যদিও প্রথমে না বলেছিলাম
'না' ধরে রাখাও গেল না।


দেখলাম, পরে ক্ষতি কি হয়েছে!
না না কিছু ক্ষতি হয়নি
ক্ষতি নেই, তবে লাভ কি হয়েছে!
বলতেই পারি হয়নি।


দেখা না-দেখার লুকোচুরি খেলা
চলছেই দিন রাত
খেলব না বলে, মুখ ফেরাব কি!
নিয়তি কি দেবে ভাত!


সব জোড়া চোখ দেখতে থাকবে
নিষ্কণ্টক অবাধে
বিধি বিরুদ্ধ দেখার ব্যাপার
হয়ে যাবে বিনা নাদে।


দেখা হলো স্বাভাবিক প্রক্রিয়া
অবারিত নয়নে
নিজের চোখের দৃষ্টি নিজের
দেখাও মনোনয়নে।


সুবীর সেনগুপ্ত