//নিজের সঙ্গে নিজের লড়াই//


চলছে থামছে, চলছে থামছে
মন যা বলছে, তাই তো করছে
তাই তো করবে, এটাই নিয়ম
নিয়ম যদিও, স্থায়ী না হচ্ছে।


বলছে থামছে, বলছে থামছে
থামছে কারণ, কথা হারাচ্ছে
গোলকে জীবন চক্রে ঘুরছে
চক্র পরিধি, বাড়ছে কমছে।


ডাকছে থামছে, ডাকছে থামছে
ডাকা কি উচিৎ, তাই কি ভাবছে!
ডাকা না-ডাকার দ্বন্দে জড়িয়ে
ভুল আর ঠিক, গুলিয়ে ফেলছে।


গড়ছে ভাঙছে, গড়ছে ভাঙছে
ইচ্ছার সাথে তাল মেলাচ্ছে
ইচ্ছাপূরণ মেনেছে জীবন
সমালোচনার ধার না ধারছে।


পড়ছে থামছে, পড়ছে থামছে
মন বসছে না, থামতে হচ্ছে
এটা সেটা করে সময় কাটিয়ে
আবার পড়ায় ডুবেও যাচ্ছে।


লিখছে থামছে, লিখছে থামছে
শব্দের খোঁজ, থামিয়ে ফেলছে
মনোমত কথা আসলেই মনে
লেখায় কলম বিভোর হচ্ছে।


চলা আর থামা, চলা আর থামা
চলাতে বাজছে যুদ্ধ দামামা
নিজের সঙ্গে নিজের লড়াই
অনিচ্ছাতেও সংগ্রামে নামা।


সুবীর সেনগুপ্ত