//নিজ চেতনার সম্বল চাওয়া//


চাওয়ার ইচ্ছা ছিলই অনেক
চেয়েওছিলাম যখন তখন
সব না হলেও কিছু ইচ্ছার হয়েছে পূরণ।


চেয়েছি, কিন্তু পাইনি তৎক্ষণাৎ
যখন পেয়েছি, অতীত থাকেনি মনে
উচ্ছ্বাস আর খুশীতে ডুবেছি কারণে।


বহু ইচ্ছার অন্ত ইচ্ছাতেই
ভুগতে হয়েছে না-পাওয়ার বেদনা
সে সব বেদনা এখন স্মৃতিতে ধারণা।


চাইবে চাইবে, মানুষ চাইবে
চাওয়া থেকে বাদ কখনো হবে না
চাওয়া থাকবেই, কোনো বিতর্কে যাবে না।


ইচ্ছারহিত চাওয়া কী হয় না!
এই প্রশ্নের কেমন ধরণ!
চাওয়া প্রত্যেক মন ও প্রাণের আস্বাদন।


চাওয়ার আধার বড় কিবা ছোট
যেমনই হোক, পূর্ণ হয় না
আসলে, চাওয়ার আধারে থাকাই মানা।


চাওয়ার সাক্ষী অরুণ বরুণ
সাক্ষী হলেও দেয় না সাক্ষ্য
কারণ, চাওয়াতে শুধুই যে এক পক্ষ।


চাওয়া হতে পারে এক বিন্দু জল
হতে পারে এক ব-দ্বীপ স্থল
চাওয়া কিছু নয়, নিজ চেতনার সম্বল।


সুবীর সেনগুপ্ত