//নিজ স্বত্বার সাথেই চললে ভালো//


মানতে চেয়েও পারছি না কেন মানতে!
খতিয়ে দেখেই পারলাম সেটা জানতে
কী ভাবে মানব! মানার সুযোগ নেই
সম্মত হওয়া থাকেও মনের প্রান্তে।


কী কথা মানব! মেনে কেন কাজ করব!
এই সব কিছু স্থিতি দেখেই তো জানব
স্থিতি বিপক্ষে, মনও কাজের বিপক্ষে
হলেও নিনাদ, ভাবনা অন্তরীক্ষে।


যদি মেনে নিই, কারো খুশী মুখ দেখি
আর না মানলে, বাংলার পাঁচ নাকি!
হোক পাঁচ, তবু মানার ইচ্ছা নেই
মম নির্ণয় অবিচল থাকবেই।


তরল মতিতে যে প্রমাদ আগে ধরেছি
পরিপক্কতে সেটাই বিদায় দিয়েছি
রমণীয় মুখ দেখার ইচ্ছা আছে
বিনাশর্তের হলে, তাই দেখছি।


মানছি না বলে, ভাবছ কি একগুঁয়ে!
বলি ভাবনাটা একবার নাও ধুয়ে
শর্তবিহীন প্রার্থনা করে দ্যাখো
হয়ত ভাগ্য ধরবেও জড়িয়ে।


তুমি কি মানবে, যা আমার খুশী বললে!
আমার কথায় সায় দিলে, ভুল করলে
চাইছি না আমি, সমুদয় মেনে নাও
ভ্রান্তি হবেই স্বত্বাকে দূরে রাখলে।


যত বলি, করি, প্রকৃতি কি মানে, বলো!
উত্তম কাজে প্ৰকৃতিতে পাই আলো
ন্যায্য চিন্তা যথার্থ কামনা মননে
মান্যতাতে ইচ্ছাও ঝলোমলো।


সুবীর সেনগুপ্ত