//নিমেষেই পাওয়া ঠিক চাওয়া নয়//


যা কিছু চাই, অবিলম্বেই চাই
বিলম্ব হলেই কামনা হারায়
কামনাকে ধরে রাখাই যায় না
লাভ বহু দূর, ক্ষতি হয়ে যায়|


'এক্ষুনি' এই শব্দটা ভালো
নিশ্চয়ই এই 'ভালো' সব্বার
আসার পূরণ এক্ষুনি হলে
আনন্দে চোখ নাচে বারবার|


মুহূর্তমধ্যে কী কী করা যায়!
প্রতি মুহূর্তে শ্বাস নিই, জানি
নিমেষেই এক চড় মারা যায়
চড় মারা ভালো কাজ নয়, মানি|


দেখা বলা শোনা নিমেষেই হয়
নিমেষে হয়না কোনো এক কাজ
চাওয়া কেন হবে সব নিমেষেই!
হবেনা তাইতো চোখে মুখে ভাঁজ|

চাওয়ার আসল অর্থই পাওয়া
ঠিক ঠিক ঠিক, একদম ঠিক
কিন্তু পাওয়া কী সঙ্গে সঙ্গে!
তৎক্ষণাৎ হবে ভুলের প্রতীক|


ইচ্ছা যা সব, হলে ইতিবাচক
প্রায় তৎক্ষণাৎ কাজ শুরু হয়
সমাপন বলা ধারণাতে থাকে
কাজের অন্তে সেটা জানা যায়|


প্রয়োজন যদি এসে যায়, তবে
অবিলম্বেই হোক চিকিৎসা
এতে নেই কোনো বিতর্ক স্থান
চিকিৎসাই যে বাঁচার ভরসা|


ধীরে সুস্থেই সব কিছু হোক
সবের মধ্যে কাজ এবং চাওয়া
এ ভাবেই কাজ শেষ হতে পারে
চাওয়ার পরেই হয়ে যাবে পাওয়া|


সুবীর সেনগুপ্ত