//নির্ণীত হবে খ্যাতি অবদানে//


ইনিয়ে বিনিয়ে অনেক বললে
ছলছল আঁখি দেখাতে পারলে
পারলে না তুমি করতে প্রমাণ
ব্যর্থ প্রয়াস সব গেল জলে।


জাহির করার কেন প্রবণতা!
বরফ গলে না এতে এক ফোঁটা
তোমার স্বত্তা সে তো অনন্য
রাখতেই হবে স্বাভাবিকতা।


গুণ আর জ্ঞান নিয়েই জীবন
হতে পারে এই দুই সাধারণ
মুষড়ে পড়ার কারণ কোথায়!
সাধারণ হয়ে যায় অসাধারণ।


কে কেমন খ্যাতি আনবে জীবনে
নির্ণীত হবে নিজ অবদানে
বিখ্যাত হয়ে কেউ সাধারণ
হওয়ার কারণ কাজের আসনে।


কাজের প্রভাব হয় বিস্তার
কী ভাবে, কোথায়, জানা আছে কার!
কাজ হয়ে যাবে কাজের জন্য
প্রভাবের হবে পরেই বিচার।


কাঁদাকাটি করে প্রসিদ্ধি লাভ
নাকি প্রচারেই হবে নাম ডাক
সুফল আসেনা এই সব করে
কী দেখাব বলো! খ্যাতি কি পোষাক!


যা আমার পরিচয়, তাই আমি
ঘরে ও বাইরে হব না ভিন্ন
আমার প্রকৃতি নিয়েই থাকব
এতেই শান্তি হবে না ক্ষুণ্ণ।


সুবীর সেনগুপ্ত