'মানে' হয় না যে, তাই মান দেওয়া যায় না
কলতান করে, প্রচার করা কি যায়!
একটা ব্যাখ্যা, না দিয়ে এগোনো যায় না|


পথের অন্বেষণ, আর নেই প্রয়োজন
পথ কেন চাই! এগোতে হবে যে ভাই
কারণবিহীন, এগিয়ে ভরে না মন|


'মানে' চাই, 'মানে' সব কিছুতেই দরকার
কত প্রাণ আছে, যার আয়ু একদিন
এমন জন্ম, তবুও তো 'মানে' দুর্বার|


কারণ আর 'মানে', এগোনোর পথে ধন
এমন ধনের অভাবেই, পথে বিস্বাদ
কি হবে এগিয়ে, মানেহীন হয়ে অকারণ!


জনমের সাথে, 'মানে' গড়ে ওঠে তৎপর
কারণে কারণে, এক এক পদক্ষেপ
পরে মন জুড়ে, যদিও অনেক আক্ষেপ|


অতি দূরে দূরে, অরণ্যে ফোটে কত ফুল
না কেউ দেখছে, না লাগেও কোনো পুজোতে
এই ফুলও নয়, বিনা-কারণের এক ভুল|


'মানে'র উপর, ভরসা করেই সংসার
প্রচুর কারণে, যুক্তির থাকে অভাব
অযুক্তির এই ধারাতেও, 'মানে' নয় অসার|


জন্মের মানে না জেনেও, চলে এই জীবন
জানি না, কিন্তু মানে তো আছেই, তাই তো!
মৃত্যুরও মানে, জড়িয়ে নিয়েছে এক কারণ|


প্রতি ক্ষণে, প্রতি কর্মের মাঝে মানে
আহারে বিহারে, আর প্রেম ভালবাসতেও
'মানে' আছে তাই, ছুটে যাই কারো টানে|


গভীর সাগরে, আঁধারের বুকে, আনন্দে বাস
জানা ও অজানা, কত শত কীট প্রাণী
তাদের বাঁচা কি, অর্থহীনের বিশ্বাস!


কীসে মানে নেই, কেউ কি দেবে উদাহরণ!
এই ব্রহ্মাণ্ডে, কোনো কিছু নেই অকারণ
যে কোনো আভির্বাবেই, মানে প্রয়োজন|


মান সন্মান, পাওয়া সকলের অধিকার
বঞ্চিত কেন, হই অধিকার থেকে
তার কারণ কি, অকার্যকর ব্যবহার!


নিশ্চিত কোনো 'মানে' চাই সব কিছুতেই