//নিষিদ্ধ নগরী//


নিষিদ্ধ নগরী, নামটি তো বেশ
জানতে এলাম কেন নিষিদ্ধ নাম
ঢুকতে গিয়েই এলো অদৃশ্য বাধা
আমি বিশুদ্ধ নই, সেটা জানলাম।


কেন নই বিশুদ্ধ! জানতে হবেই
ন্যায় ছাড়া অন্যায় কখনো করিনি
প্রথমত, নগরীতে ঢুকতে হবেই
যেটা আজও সম্ভব হয়েও ওঠেনি


কেন যে অবস্থিত নিষিদ্ধ নগরী!
নগরী যখন, সে তো গঠন হয়েছে
কৌতূহলের চাপ ঠেলছে কেবলই
দিশাহীন ভাবনাতে মনও ডুবেছে।


কী করে পেলাম খোঁজ, নিষিদ্ধ নগরী
উৎসুক দুই চোখে আছে জিজ্ঞাসা
বলব, বলব, একটু সবুর করো
ভোগ করে নাও অনুসন্ধিৎসা।


বাস্তব আছে তাই আছে অবাস্তব
আছে অনন্ত জল্পনা কল্পনা
স্বপ্ন কি পারে নাকি থাকতেই দূরে
নিষিদ্ধ নগরীকে স্বপ্নেই চেনা।


সুবীর সেনগুপ্ত