যে ধ্বনিতে পাই সুরের বাঁধন
ইচ্ছাই করে করতে আপন
আর যে ধ্বনিতে শব্দই সার
সে ধ্বনির আমি করিনা প্রচার|


প্রতীক্ষা কেউ করেন ধ্বনির
ধ্বনি গড়ে ওঠে এখানে ওখানে
পরিচয় হয় ধ্বনির সঙ্গে
সকল ধ্বনির জানা হয় মানে|


আজানের ধ্বনি, শঙ্খের ধ্বনি
এতো মুখস্ত, কিছুই ভাবিনা
নতুন ধ্বনিতে জেগে ওঠে ধ্যান
জানতেই চাই উৎস ঠিকানা|


শব্দ ছাড়া কি এ জীবন হয়!
দৃষ্টি ছাড়াও ভাবাও না যায়
শ্রুতি ও দৃষ্টি, তার সাথে কথা
জীবনযুদ্ধ সহজ ধারায়|


একাকীত্বের জ্বালা যে ভীষণ
প্রয়োজন আছে অভিজ্ঞতার
সে অভিজ্ঞতায় পুষ্ট না হলে
জানা মুশকিল ধ্বনি দরকার|


দূর থেকে আসা ধ্বনির প্রহার
কিছু ভালো লাগে, কিছু যে লাগে না
প্রকৃত ধ্বনির গঠন কথাটা
প্রকৃত কথাই ধ্বনির ঠিকানা|


কথা চাই আমি, ভালো কথা চাই
নিখাদ শব্দে ভরা কথা চাই
কথাই গড়বে নিষ্পাপ ধ্বনি
ভালবাসা জেগে উঠবে তাতেই|