//নব শব্দের খোঁজ//

অনেক কথাই বলি রোজ রোজ
করি না নতুন কথারও খোঁজ
খোঁজ করবার প্রয়োজন বোধ করি না
প্রয়োজনহীন কাজের অর্থ হয় না।

অনেক শব্দ আছে অভিধানে
এই খবর কোন মানুষ না জানে!
অভিধান আছে প্রায় প্রতি ঘরে ঘরে
কার সময় আছে অভিধান খুলে পড়ে!

অনেক কথার অন্ত হবে না
আদেশ আসলে, কেউ মানবে না
অনেক কথা যে জীবনে চলার সাধন
এই সাধন ছেড়ে দিতে চাইবে না মন।

চোখে চোখে কথা হতেই তো পারে
তার যে সুযোগ থাকে দূরে দূরে
মনের ভাবকে জানাতে লাগেই শব্দ
কথাই তো পারে করতে শব্দ জব্দ।

কথা ছিল নাকি প্রাণ সূচনাতে!
ইতিহাস বলে ধ্বনি ছিল পাতে
সময়ের সাথে কথার হয়েছে উদ্ভাবন
নতুন শব্দ পাওয়ার গড়েছে কারণ।

কথা নয় শুধু বলার জন্য
কথা সাহিত্যে হয় অনন্য
আছে প্রবন্ধ, কবিতা এবং গল্প
খুঁজলে পাই না কথার কোনো বিকল্প।

কথা দিয়ে বিশ্বাস গড়া হয়
বার্তায় থাকে কথার বলয়
কাগজের বুকে কথা লিখে ধরে রাখি
সুযোগ বুঝেই কথা দিয়ে দোষ ঢাকি।

প্রতি শব্দের সমার্থ শব্দ
অভিধানে সব হয়েছে বদ্ধ
জানার ইচ্ছা থাকলেই জানা যায়
অলস বলে কী জানা বাকী থেকে যায়!

কবি ও লেখক কথার পূজারী
নব কথা করে লেখাতেই জারি
অন্যরা পড়ে, কিন্তু করে না ব্যবহার
চলতি কথাতে হয়ে যেতে থাকে করবার।

সুবীর সেনগুপ্ত