বছর নতুন, বাকী সব কিছু পুরোনো
দিন মাসগুলো সেই একই নাম
আসবে ও যাবে এখনো|


আঠারোর পরে ঊনিশের আগমন
তাই হতে হবে, হয়েছেও তাই
নিখুঁত উদাহরণ|


নতুন বছরে, নতুন এক সিদ্ধান্ত
এই সিদ্ধান্তে চলার ধারণা
আজও হয়নি অন্ত|


পুরোনো শরীরে নতুনের আলোড়ন
ধীরে ধীরে আলোড়ন হবে স্মৃতি
ভাবনাও সাধারণ|


নতুন দিনের প্রতিদিন আগমন
প্রতিদিন নব আলোড়ন কই
হয় না উদযাপন|


দিন, মাস, আর সপ্তাহ নিয়ে বছর
উৎসাহ শুধু নতুন বছরে
বছরই পাচ্ছে কদর|


সীমিত সময় নিয়েই মাস সপ্তাহ
বছর গড়েছে সীমিত সময়ে
দিন আসে অহরহ|


নতুন হলেই পূজিত, এ কথা সত্য
সব নতুনের পূজন হয় না
এই তো আসল তথ্য|


নতুন বছরে প্রথম দিনের অন্ত
শেষ হয়ে যায় সব উদযাপন
পুরোনোতে ফিরে ক্লান্ত|


হুজুগের স্রোতে মানুষ চলতে চায়
এ ধারা হয়নি আজকে সৃষ্টি
ধারা বদলানো দায়|


নতুন বছরে প্রতিটি ঘটনা শুভ নয়
অশুভ ঘটনা থেকেও অনেক
সেখানে নতুন ঢাকা রয়|


এক রাত্রের অতি রঞ্জিত সংঘটন
চলেও আসছে বহু যুগ থেকে
চলবেও আমরণ|


মিথ্যে কামনা, বাসনা, আর কল্পনা
এ সবের আছে স্থির অস্তিত্ত্ব
কখনো কি দূর হবে না!