//নতুন কবিতা//


নতুন কবিতা লিখতেই হবে
এই ইচ্ছাতে মন ডুবে গেল
সাধারণ দুটি শব্দ লিখেই
ইচ্ছার প্রসারণ হয়ে গেল।


ইচ্ছা বাড়ল, উৎসাহ এলো
ভাবনার গতি ছুটতে থাকল
দুটি শব্দ তো আছে সামনেই
আরো শব্দের যোগাযোগ হলো।


হলে তো হবেনা হ য ব র ল
শব্দগুলোতে কিছু মিল চাই
মিল এসে গেল বেশ সহজেই
লাইনের পর লাইন গড়ল।


চারটি লাইন লেখার পরেই
পড়ে দেখবার ইচ্ছা জাগল
যত পড়লাম, তত বুঝলাম
পরের লাইন মনে ধরে গেল।


চলতে থাকল এভাবেই লেখা
পৌঁছে গেলাম পৃষ্টার শেষে
গুনে দেখলাম আটাশ লাইন
মন চলে গেল অন্তের আশে।


পরের চারটি লাইন লিখেই
দেখলাম এই কবিতার শেষ
মনে আনন্দ, খুশীও জাগল
পেয়েও গেলাম নব সন্দেশ।


সুবীর সেনগুপ্ত