//নতুনের দয়া পুরনোর ঘরা//


আবার লিখলে, সেটা তো নতুন
পুরনো বললে নিশ্চিৎ ভুল
আবার করলে, হবে কী পুরনো!
কাজ পূর্বের, নতুন কী ফুল!


দিন প্রতিদিন, নতুনের ঘরে
নতুন আলোয় করে ঝলমল
পুরনো রবির নতুন আলোতে
নতুন ভাবনা নিয়ে বাড়ে বল।


নতুন প্রাণের সূচনা নতুন
মুহূর্তে হয় সেই প্রাণ পুরনো
নতুনের রেশ হয়ত বা থাকে
থাকলেও নয় নতুন, তা জেনো।


নতুন একটি কাজ শিখে নিয়ে
নতুন জ্ঞানের হই অধিকারী
দিন যেতে যেতে জ্ঞানও পুরনো
পুরনো জ্ঞানের দাম অতি ভারী।


যেদিন হলাম শত্রু তোমার
নতুন শত্রু, তুমি ভেবে নিলে
যখন হলেন ভীষণ পুরনো
শত্রুতা ভুলে জড়িয়ে ধরলে।


কে চায় পুরনো ভূবনের বুকে!
আমরা পূজারী সব নতুনের
পুরনো হলেই কদরও কম
হ্রাস তো হবেই সব আদরের।


প্রথমে নতুন, পরে তা পুরনো
এই নিয়মের মাঝে নেই ভুল
পুরনোর স্থিতিকাল অনন্ত
নতুনের স্থিতি ক্ষণিকের ঝুল।


কিছুই হয় না পুরনো প্রথমে
কিন্তু পুরনো দিয়ে ভরা ধরা
পুরনো পেতেই নতুনকে চাই
নতুনের দয়া পুরনোর ঘরা।


সুবীর সেনগুপ্ত