//নুন খেলেই কি গাইতে হবে গুণ!//


নুন খেয়েছি, গাইতে হবেই গুণ
ভাঙছি নিয়ম, লাগিয়ে দিয়ে চুন।
এই নিয়মে আজ লেগেছে ঘুণ
মানছে কোথায় আজ যারা তরুণ।


শুধুই খাব ঘরের মধ্যে, হয় না
বাইরে খাওয়া ছাড়তে পারা যায় না
পেটের ক্ষিধে নিয়ম মানতে চায় না
খাচ্ছি তো নুন, ভাঙছি এ ভুল ধারণা।


বাইরে খাবার পয়সা দিয়েই কেনা
কেউ যদি দেয়, সে তো হবেই চেনা
চুরি করার কথাই তো উঠবে না
দয়ার খাবার আমার সহায় হয় না।


সবার আছেই একটা কিছু গুণ
সেই গুণ নিয়ে বাজিয়ে থাকে ধুন
ছোট্ট হলেও গুণ কি হয় করুণ!
করাই যায় না কোনো গুণকেই খুন।


গুণ থাকলেই, গাইতে হবে নাকি!
গাইলে ভালো, না গাইলে নয় ফাঁকি
কেউ চাইছি না গুণকে ঢেকে রাখি
জীবনসাথী হয়েই তো গুণ পাখী।


সুবীর সেনগুপ্ত