নুপূর সন্ধ্যা, তার আমি রানী


নুপূর সন্ধ্যা, তার আমি রানী
কত রাজাদের চোখে রাখা মনি।
বিলাসপূর্ন জীবন আমার
হারিয়ে ফেলেছি শেষ অভিলাষ।
বিলাসের মাঝে ডুবেই রয়েছি
জীবিত একটা লাশ হয়ে গেছি।
সুখ-দুঃখের তফাৎ বুঝিনা
সব মিলেমিশে সূক্ষ বেদনা।
বেদনা জমছে প্রত্যেকদিন
তার ভারে আমি হচ্ছিও দীন।
সময়ের আগে ধ্বস নামবেই
আমার চেতনা বলছেও তাই।
ধ্বস নামলেই, আমি মৃত রানী
রাজারা করবে কিছু কানাকানি।
নুপূর সন্ধ্যা তবু থামবে না
আর এক রানীর অভাব হবে না।
এই মজলিশ খুব প্রয়োজন
রাজাদের খুশী হবে না হরণ।
আমি নিমিত্ত মাত্র, তা জানি
আর এক নিমিত্ত আসবেই রানী।


সুবীর সেনগুপ্ত