ন্যায্য চাওয়া
।।সুবীর সেনগুপ্ত।।


চাওয়ার পরে, না পাই যদি
এই সংশয়, আসেই মনে
ভাবতেই হয়, চাওয়ার আগে
জানতেই হয়, চাওয়ার মানে।


পাওয়ার ইচ্ছে, হলেই চাওয়া
আর যদি চাই, পেতেই হবে
পেয়ে গেলেই, সমস্যা শেষ
আর না পেলেই, ভাবতে হবে।


না চাই যদি, পাবই না তো
পেলাম না তো, চেয়েও আমি
তবে কেন গেলাম চাওয়ায়!
এমন চাওয়া, হয় না দামী।


চাওয়ার প্রয়োজন তো আছে
পাওয়ার আছেও প্রয়োজন
পাওয়া মানেই, চাওয়া তো নয়
কষ্টে পাওয়াই আসল ধন।


তাই মেনে কি চলছি আমরা!
চলছি না তো, বলছি শুধুই
সহজলব্ধ করতে চাইছি
সব পাওয়াকে, এই জীবনেই।


বন্ধ করা, যায় কি চাওয়া!
ভাবনাটাই তো অনর্থক
চাওয়া কি নয় অবিনশ্বর!
যায় না করা, চাওয়াকে শখ।


কি চাই, এবং কখন তা চাই!
কার কাছে চাই, তাও জরুরী
জানতে হবেই, কি অধিকার
চাওয়ার মানে, নয় যে চুরি।


চাওয়া যখন অনিবার্যই
হোক না সেটা মানানসই
যা চাইব তা, আসবে হাতে
নইলে চাওয়া অনায্যই।