//অভিধানে জ্ঞান হয়না বন্দী//


অনেক সূর্য অনেক চন্দ্র
অনেক রাত্রি অনেক দিন
মানুষ করেছে জ্ঞান অর্জন
মেটেনি তৃষ্ণা, জ্ঞানেও দীন।


একটি সৌরজগতের মাঝে
গ্রহ উপগ্রহ তাতেই বিরাজে
শুধু ভূবনেই প্রাণ স্পন্দন
বাকী সব গ্রহ শূন্যের সাজে।


খোঁজ খোঁজ খোঁজ অনবরতই
এ-দেশ ও-দেশ কেউ বাদ নেই
হাতে এসে গেলে একটা সূত্র
তাই ধরে চলা, হলেও ক্ষুদ্র।


মন স্থির নয়, নয় স্থির ভাবনা
অস্থির হয়ে ছাড়ায় সীমানা
বৈজ্ঞানিকের দৃষ্টির মাঝে
ধরা পড়ে যায় সূক্ষ অজানা।


পরম্পরার থেকে পাওয়া জ্ঞান
তাতে যোগ করে নব সন্ধান
উদ্ভাবনের গতি বর্ধন
আর এক আবিষ্কার ছুঁয়ে মান।


অন্বেষণের ভিতরেই মন
সন্ধানে ঘোরে চোখ অনুক্ষণ
এটাই প্রাণের বিশেষ ধর্ম
ভেদাভেদহীন ধর্ম পালন।


অনেক সূর্য অনেক চন্দ্র
অনেক অনেক আরো কত কিছু
এই সব জ্ঞান থেমে থাকা জ্ঞান
সচল করতে তল্লাশ পিছু।


অভিধানে জ্ঞান হয়না বন্দী
জ্ঞান হতে পারে প্রতিদ্বন্দ্বী
তাই তো কাম্য, কামনা সবার
জ্ঞান বৃদ্ধিতে হয়না সন্ধি।


সুবীর সেনগুপ্ত