//অভিযোগ হোক ন্যায্য//


'অভিযোগ নেই', কি করে বলব!
'অভিযোগ আছে', আমি তো মানব
অভিযোগ ছাড়া চলা মুশকিল
সাধুরাও ছোঁড়ে, অভিযোগে ঢিল।


অভিযোগ, সে তো থাকতেই হবে
অভিযোগ ছেড়ে, বোকা হতে হবে
ঠিক করে ফেলো, কি করতে চাও
বুদ্ধি কি বলে, সেটা দেখে নাও।


খালি খালি অভিযোগ করা নয়
প্রকৃত কারণে, অভিযোগ হয়
করছেও লোকে, কত অভিযোগ
ভুল ধরে ধরে, নয় অভিযোগ।


দুই পক্ষকে, নিয়ে অভিযোগ
একা একা অভিযোগ এক রোগ
নিজের উপর, অভিযোগ করে
অভিমান নিয়ে, অনেকেই মরে।


এক অভিযোগ, হলে বারবার
মাথা ঘামানোর হয় দরকার
বন্ধ করতে হলে অভিযোগ
করতেই হবে যোগ্ ও বিয়োগ।


হলে অভিযোগ, বিচার তো চাই
বিচার না হলে, অভিযোগ নেই
কথা ও যুক্তি, দিয়েই বিচার
সাথে প্রমাণের, হয় দরবার।


অভিযোগ, কেউ মানতে চায় না
অভিযোগ, কেউ করতে ছাড়ে না
ডুবে যায়, অভিযোগে কিছু লোক
তাদের মানসে, দুষ্টের যোগ।


অভিযোগ ঠিক, অভিযোগ ভুল
কারো হয় লাভ, কেউ হারায় কূল
কে কখন হবে, অভিযোগকারী
জানতে কি পারে কোনো পথচারী!


বাড়ীর ভিতরে, অভিযোগ যত
রোজ রোজ হয়, গৌণ তাই তো
অভিযোগ যদি, আদালতে যায়
তবে প্রাধান্য, খুব বেড়ে যায়।


'ছোট অভিযোগ, ছোটদের হবে'
'বড় অভিযোগ, বড়রা করবে'
এমন ধারণা, উল্টো ভাবনা
তাই, মান্যতা, কখনো পায় না।


অভিযোগ হবে, এ তো জানা কথা
তা যেন না হয়, মিথ্যাতে গাঁথা
অভিযোগ আনে পরিবর্তন
অভিযোগ, সমাজের এক ধন।


সুবীর সেনগুপ্ত