না পাওয়াতে যদি অভিমান হয়
তবে তো দেব না রোজ...
অভিমান ভরা মুখটা তোমার
দেখার ভীষণ ঝোঁক|


দিলে হাসিমুখ, তাও অনন্য
তাই আমি দিয়ে ফেলি...
দিই বা না-দিই, তোমার মুখের
দৃশ্যটা আমি ভুলি|


মুখটা দেখার জন্য লাগে না
কোনো কারণের সাহারা...
দেওয়া তো শুধুই বাহানা আমার
না দিলে তো দিশাহারা|


দিলে খুশী হই, না দিলেও তাই
দেখতে পাই যে মুখ...
হয় মুখে হাসি, নয় অভিমান
দুটোতেই পাই সুখ|


অভিমান করো, করতেই পারো
যদি আমি করি অভিমান!
তবে কি করবে! হেসে কি ফেলবে!
যাই করো, পাব মান|


আমি তো দেবই সাধ্য মতন
না দিলেই অভিমান...
সেটা হোক যতখুশি, নেই ক্ষতি
অভিমান হবে দান|


অভিমান ভরা মুখই কাম্য