//অভ্যন্তর নিজেরই দখলে//


অভ্যন্তরে প্রবেশ করিনি
করতে পেরেছি অনুমান
বিশ্বাস নিয়ে বলতে পারিনি
অনুমান নয় যে প্রমাণ।


সচল রেখেছি তন আর মন
অযাচিত লাভ চাইনি
দেখিনি শুধুই দেখার দেখাই
ক্ষয় ক্ষতি নিয়ে ভাবিনি।


করতে থেকেছি কেন অনুমান!
সে কথা তখন ভাবিনি
বহুদিন পার করে দিয়ে আজ
ভাবনা প্রভাব ফেলেনি।


অন্তরে ঢোকা অসম্ভব কাজ
তাও থেকে যায় চেষ্টা
অপর মনের স্পর্শ পেলেই
মিটেও তো যায় তেষ্টা।


অভ্যন্তর তোমার আমার
প্রত্যেক প্রাণে মনে
অভ্যন্তর নিজেরই দখলে
দখল যাবে না গগনে।


সুবীর সেনগুপ্ত