//অবোধের কথা, তাও হয় দামী//


অবোধ যখন দিচ্ছে প্রবোধ
ভাষা নয় দুর্বোধ্য
তবে কেন কিছু বুঝতে পারি না
এ কী গদ্য, নাকি পদ্য!


অবোধ মানেই বোধ এর অভাব
তাঁর প্রবোধ কী শুনব!
ববোঝার চেষ্টা করা কী উচিৎ!
নাকি তুচ্ছই করব।


বলছি অবোধ, সে কী এক শিশু
সে কী প্রাপ্তবয়স্ক!
হোক শিশু কিবা বয়োপ্রাপ্ত
হবোনা অন্যমনস্ক।


বলবে অবোধ আর বুদ্ধিমান
অধিকার উভয়ের
শোনা বা না-শোনা কার অধিকার!
জিজ্ঞাস্য বিচারের।


অবোধ থাকেই অবোধের মতো
সে কী তুচ্ছের পাত্র!
শুনব না কেন অবোধের কথা
সবই কী হেঁয়ালি মাত্র!


জীবনে সমাজে আর সংসারে
প্রতিটি কথাই দামী
না করে তুচ্ছ, করে আলিঙ্গন
কীর্তিও হবে নামী।


অবোধ দেয় না কখনো প্রবোধ
কিন্তু সেও তো বলে
সেই বলাতেও আছে গুণমান
ভাবনার আড়ালে।


সুবীর সেনগুপ্ত