//অবৈধ ভাবনা কি মুক্তির পাখী//

অবাধে ভাবতে পারি
বহু কিছু অবৈধ
দোষ করে ফেলছি কি! কে জানে!
যদি ধরা হয় দোষ
প্রমাণ কী করে হবে!
প্রমাণ হয় না কোনো অনুমানে।

ভাবনা যে কর্ম
তাতে নেই ধর্ম
বাধা আসবে না কোনো স্থান থেকে...
নিজের ইচ্ছামতো
ভাব এনে অবিরত
সময়ে ডোবাতে পারি মনটাকে।

নিষিদ্ধ কাজ করে
মন যায় চাপে পড়ে
একা একা ভোগ করি অশান্তি...
নিষিদ্ধ ভাবনায়
কোত্থাও নেই দায়
আসেই না মনে কোনো ভুল-ভ্রান্তি।

রীতিবিরুদ্ধ কাজ
প্রথাবিরুদ্ধ সাজ
না না আমি এসবের মধ্যেই নেই...
একাকীতে আমি ভাবি
ভাব দিয়ে গড়ি ছবি
এই সব ছবি নিয়ে নেই হৈ চৈ।

অবৈধ ভাবনার
সীমা অজানার পার
নিষিদ্ধ অজানায় পাড়ি দিতে থাকি...
এ এমন এক নেশা
যা হয়না কারো পেশা
অবৈধ ভাবনাগুলো মুক্তির পাখী।

সুবীর সেনগুপ্ত