//অযাচিত কালো চাই না//


সরিয়ে দিয়েছি অযাচিত কালো
ঢুকে ছিল যত মনে
ভাবতে পারছি আজ আমি নির্বিঘ্নে।


কালো চারিদিকে আলোর মাঝারে
দেখেই হই অবাক
ফিরিয়ে দিচ্ছি হাতছানি দেওয়া ডাক।


এই কালো নয় নিশীথের কালো
যে কালোয় দিই ডুব
নিশীথ কালোতে ভাবনা আমার অপরূপ।


আলোতেই গড়ে উঠেছে সমাজ
কোথা থেকে এলো কালো!
আমরা গড়েছি, কালো যে লাগেই ভালো।


কপট সাধনা, অকপটে তানা
অনুমানে মশগুল
হয়ত বা ভালো লাগে দিতে চোখে ধূল।


কালো রঙ নয়, কালো মন নিয়ে
জীবনের পথ চলি
আর কালো দিয়ে নিজেরাই হই বলি।


কালো থাকবে না, নয় তা কামনা
অযাচিত যেন না হয়
কালো আছে তাই ধরিত্রী মধুময়।


সুবীর সেনগুপ্ত