অকারণে কলহের কার আছে প্রয়োজন!
যার আছে, সে করুক কলহের আয়োজন।


বিস্তৃত আয়োজন, পারে সে কি করতে!
কার সাথে কলহ, পারে না যে জানতে।


নিজের ছায়ার সাথে, করবে কি কলহ!
এমন করার তরে, গড়বে কি আগ্রহ!


যদি না পাওয়াই যায়, কোনো এক সাথী
দুখী মনে জমবে কি, রাগ রাতারাতি!


সামনে পেতেই হবে, কাউকে না কাউকে
পাড়তেও হবে কথা, তিল করে তালকে।


এ কেমন লোক,যার ইচ্ছাতে ঝগড়া!
কত লোক এ ভুবনে, যারা মানে এই ধারা!


যশ, মান, খ্যাতি আসে,করে কোনো কর্ম
কলহ কি কাজ নাকি! নাকি কারো ধর্ম!


কলহকে দূরে রেখে, যদি কাটে এ জীবন
সে জীবনে ছাইবেই, শান্তির আবরণ।


কলহ, দ্বন্দ, আর ঝগড়া, সে যাই বলো
প্রতিটি শব্দে আছে, থাক থাক জমা কালো।


কলহ হতেই পারে, সমাজে ও সংসারে
প্রতিদিন হতে থাকে,থামে যুক্তির ভারে।


এমন কলহ নিয়ে, সমাজ এগিয়ে যায়
এ সব কলহগুলো, বেশী করে লোক চায়।


ভূবনে এসেছি, এই ভূবন দেখব বলে
যে এনেছে, সে দেখেছে, আমিও তো সেই দলে।


দেখেছি কলহ করে, কিছু পাওয়া যায় নাকি!
কলহ করার পরে, যা পেয়েছি সব ফাঁকি।


কলহের কোলাহল, হয় না উৎকর্ষ
তাই তো চাই না আমি, কলহের স্পর্শ।


কলহ কলহে থাক, যার আছে তার থাক
যার নেই, সে কি আর কলহকে দেবে ডাক!