//অমিল মনেও ভালবাসা গড়ে//


অভিনয় আমি সেদিন করিনি
মন নেই তাতে আজকের দিনে
যা তুমি ভাবছ, তা আমার নয়
থাকবেও তাই তোমার অধীনে।


যাঁর যাঁর মন, তাঁরই নিজের
ঢুকতে পারে না কেউ সেই মনে
জানতে পারে না ভাবনার ধারা
শুধু আন্দাজ বারেবারে টানে।


আমিই মালিক আমার মনের
মনের মালিক শুধু একজন
তথাপি মিলতে চায় দুই মন
মিলে যাওয়া যেন একটি স্বপন।l


ধরলেই মিলে যায় দুই হাত
দুই শরীর মিলে যায় আলিঙ্গনে
কোন উপায়ে যে মিলবে দুই মন!
উপায় যে নেই সকলেই জানে।


মনের শুদ্ধ মিলন বিরল
শুধু কি বিরল! অভাবনীয়
কিছু শতাংশ মিলে যেতে পারে
শত শতাংশ মিলবে না প্রিয়।


মন কভু স্থির, কভু অস্থির
মন কী তরল, নাকি উদ্বায়ী!
কী পদার্থ যে মানুষের মন!
এই জ্ঞান দেওয়ার জন্য কে দায়ী!


যে আদেশ মন দেয়, মেনে চলি
আদেশ বদল হামেশাই ঘটে
ধারণাকে নিয়ে তুমি নও দোষী
তবে রাখ ধারণাকে মন পটে।


মনের মিলনে জাগে ভালবাসা
সেই জাগরণে আছে গভীরতা
অভিনয়ে ভালবাসা হয় মৃত
তবে পেয়ে যাই অভিজ্ঞতা।


অমিল মনেও ভালবাসা গড়ে
হয়ত বা সেটা নয় স্থিতিশীল
এই পরম্পরা থামবে না, জানি
ভালবাসাই যে স্বপ্নের ঝিল।


সুবীর সেনগুপ্ত