//অনবলোকিত হয় না স্পর্শ//


যা দেখা যায় না, তা পাওয়া যায় না
মানবই কেন এমন ভাবনা!
অনেক ভেবেছি, এ তো ভুল ভুল
বিমূর্ত সব অবাস্তব হয় না।


আমার ভাবনা ঠিক কেন হবে!
এই জিজ্ঞাসা তুমি করে যাবে
তোমার এতেই পুরো অধিকার
একে ভুল বলা, ঠিক কেন হবে!


ছুঁতে না পারলে, কী করে যে পাবো!
যদি পেয়ে যাই , কোথাও রাখব
এটাই তোমার যুক্তি, তাই তো!
এই যুক্তিতে নই থতমত।


ছোঁয়ার যুক্তি ভুল বলব না
রাখার যুক্তি, তাও কাটব না
যা কিনি সেটাকে ছুঁতেই তো হয়
কোনো স্থানে রাখি, সকলের জানা।


না কিনেও পাই কিছু উপহার
ভাগ্যেও জোটে কুড়িয়ে পাওয়ার
সব দেখা যায়, করিও স্পর্শ
এর বাইরের পাওয়া কী অসাড়!


অনবলোকিত হয় না স্পর্শ
তাও পেয়ে এই মনেতে হর্ষ
এমন পাওয়ায় মন আকৃষ্ট
এই আকর্ষণ খুব বিশ্বাস্য।


ভালবাসা স্নেহ মমতা আদর
রাগ-অনুরাগ মায়া আর প্রীতি
এসবের রূপ আকৃতি নেই
দেখা আর ছোঁয়া এক দূর রীতি।


যা দেখা যায় না, যা ছোঁয়া যায় না
এসবের ক্রিয়া স্পষ্ট দেখায়
ভালবাসা বুঝি ভালবাসলেই
এরকম ক্রিয়া সকলেই চায়।


আদর দেখিনা, অনুভব করি
মায়া আর প্রীতি তাও অনুভূতি
ভাবগত এই নিগূঢ় সত্তা
উপলব্ধিতে কামনার গীতি।


সুবীর সেনগুপ্ত