অল্প ছিল অর্থ, কিন্তু ছিল অনেক অভাব
কেটেও যেত দিনগুলো বেশ, পাল্টাতো না স্বভাব|


সুক্ষ মনে কামনাতে, ছিল অনেক অর্থ
সেটাই পেতে, পরিশ্রমে লাগিয়েছি শর্ত|


অল্প অর্থে জীবন ছিল, জীবনেরই মতো
অনেক অর্থে জীবন হল, সুখেই অঙ্গীকৃত|


ভেবেছিল অর্থ করবে পূর্ণ, শূন্যস্থান
হয়েও গেল পূর্ণ, তবু শুকনো যে উদ্যান|


সবাই চাইছে অর্থ বেশী, এই জীবনের জন্য
কারণ, শুধু অর্থই হল জীবনে অনন্য|


অর্থ অল্প কিংবা বেশী, সুখের মেজাজ চাই
তাতে খুশীর ঝলক কত! সে দিকে মন নেই|


খুশীর ঝলক বহে যাবে, ভরা নদীর মতো
এই ধারণাই আসছে, আমার মনে অবিরত|


অল্প অর্থ দিত বেশী, খুশীর ঝলক মনে
তেমন খুশী কোথায় এখন, বেশী টাকার বনে!


অনেক টাকায় বেশী সুখের, পেয়েছি সন্ধান
বেশী সুখে, জীবন কেন বিষাদ ভরা তান!


টাকা দিয়েই পেতে পারি, অনেক সুখের স্পর্শ
অনেক টাকায় অনেক খুশী, হবে কী উৎকর্ষ!


অর্থ কিনছে ভালবাসা, আসছে সুখের বান
বান এর প্রভাব হারিয়ে গিয়ে, দ্বন্দে ভরে প্রাণ|


বেশী সুখ আর অপার শান্তি, আসে কি একসাথে!
হ্যাঁ বা না এর জবাব কি আর, হবেই সহমতে!


করতেই হবে অর্থ তো আয়, নইলে জীবন খালি
সবাই করছে, তাও তো কারো ভরছে না তো থালি|


ভীষণ অভাব, সব জীবনে অভিশাপের মতই
বলবে নাকি প্রচুর অর্থ, আশীর্বাদ এর এক মই!


শুধুই যদি, সুখের তরেই অর্থ উপার্জন
চাই না সে সুখ, আমার চাওয়ায় শান্তির আবরন|