যে কথার পরে, কথা বলে লাভ নেই
তখন বললে, সংঘর্ষ তো বাঁধবেই|


তুমি ধরে আছো, এক পথ জেদ করে
আর আমার জেদ, অন্য পথেই ঘোরে|


দুটো পথ, ঘুরে ফিরে মিলতে কি পারে!
যদি তাই হয়, তা হবে অনেক পরে|


পথের সংখ্যা, বাঁধা ধরা নয় জগতে
নব নব প্রাণে, নব পথ খোলে ধরাতে|


আমার যে পথ, তাতে কথা যে রকম
একই কথা, তব পথে নয় মনোরম|


দুজনের কথা, তাই তো মিলতে পারে না
আর মিললেও, সেই মিল আগে যায় না|


এটা তো স্পষ্ট, কথা ছাড়া দিন চলে না
এটাও সত্য, কথা দিয়ে হয় ছলনা|


প্রয়োজন হলে, কিছু বলে ফেলো তুমি
মানতে পারিনা, তোমার সে কথা আমি|


আমার কথাতে, তুমি বেঁকে বসো নিশ্চিত
আমাদের কথা, গড়তে পারেনা ভিত|


দুজনের মতে, হয়ে গেছে সহাবস্থান
মেনেও চলছি, একে অপরের  অভিমান|


সাথে থাকলেও, এটা অচল অবস্থা  
এতো আর কিছু নয়, শুধু দূরাবস্থা|


দূরে গেলে, এর হতে পারে পরিবর্তন
কেউই তো প্রকাশ করিনা, এই কারণ|

অগ্নি সাক্ষী করেই, পেয়েছি সাথ
সাত পাক ঘুরে, ধরেছি তোমার হাত|


ভাবিনা কখনো, বিসর্জনের ভাবনা
তুমিও ভাবোনা, এটাই আমার ধারণা|


তথাপি আমরা, প্রতিকূলতায় ভুগছি
কি যে করা যায়, সেটাই এখন ভাবছি|


অঙ্গীকারের, শপথ ভুলেছি আমরা
নাকি ভান করে, ভুলতে চাইছি ধারা|


প্রয়োজন হলো, স্মৃতিকেই করা মন্থন
স্মৃতি থেকে, তুলে আনা কিছু শুভ ক্ষণ|

হাতে হাত রেখে এ কাজ করতে পারলে
আবার নাচবে জীবন সুর আর তালে|


সমর্থনের, ঝটিকা উঠবে কথায়
প্রতিকূল হাওয়া, সরে যাবে লজ্জায়|