অনিচ্ছাতে নয় কাজ।
  ।।সুবীর সেনগুপ্ত।।


ভুল করে ফেলি
বার বার করি ভুল...
একই কাজে আমি
কি করে যে হই
একই ভুলে মশগুল!


এই ভুলটাকে
কেনই রেখেছি সঙ্গে...
আমি তো রাখিনি
তবু দেখা দেয়
এই কাজটার অঙ্গে।


কাজটাকে তবে
আমার জন্য নয়...
তা কি করে হবে
কাজটা সহজ
ঠিক করে করা যায়।


তাও কেন ভুল
ক্রমাগত হয়ে থাকে...
অনেক খুঁজেছি
কারণ জেনেছি
মেনেছি কারণটাকে।


কারণটা হলো
অনিচ্ছাতেই করা কাজ...
কাজে মন নেই
ভুল তো হবেই
ইচ্ছা না হলে, নয় কাজ।


যে কাজেই খুশী
সে কাজই করা উচিৎ...
ভ্রান্তির ঝুঁকি
দেবে না তো উঁকি
নির্ভুল কাজ দেবে জিত।