অননুমোদন কেন আসবে না!!!
।।সুবীর সেনগুপ্ত।।


সরতে চাইলে, সরে যেতে পারে
সে তো সরে যাবে, তার অধিকারে
হলেও চাকর, কিংবা সে দাসী
নিতে পারো নাকি, অধিকার কেড়ে!


বলতে চাইলে, বলতেই পারো
চলে গেলে তার, ক্ষতি হবে বড়ো
শোনা বা না শোনা, তারই ব্যাপার
স্বাধীন ভাবনা, নেই নাকি তারও!


কখন কোথায়, কতটা সরবে!
জেনে কি তেমন, কিছু লাভ হবে!
সরে যাবে, মানে কাছে থাকা নয়
এ সরা তো নয়, সরেই বসবে।


জানতে চাইলে, করো জিজ্ঞাসা
'কি কারণে এই, সরবার আশা!'
প্রশ্নটা করো, খুঁজোনাকো ভুল
তার আশা, তারই দুরাশা নিরাশা।


একে অপরের, দরকারে লাগি
সে কি চলে গেলে, হবেই বিবাগী!
হবে কি হবে না, সেটাই অজানা
কেন করো, নিজ মনটাকে দাগী!


'সরে যাবে', সে তো বলেনি এখনো
'হঠাৎ সরবে', ভাবনাটা কেন!
হঠাৎ সরতে চাইলে, সরবে
কিছুই করার থাকবে না, জেনো।


ইচ্ছাতে করা, পাওয়াতে কামনা
ইচ্ছাতে ওড়ে, মানুষের ডানা
সম্মত হয়ে, একসাথে থাকা
অননুমোদন, কেন আসবে না!


পরিণত মন, আটকে থাকে না
নারী ও পুরুষ, তফাৎ হয় না
সরতে চাইছে, সরতে দাও না
এই বিচারেই, সদ বিবেচনা।