এমন একটা কাজ, যে কাজের হয় না মূল্যায়ন
তথাপি এ কাজে সকলের আছে, উৎসাহ ভরা মন|


অঢেল কাজের মূল্যায়নের আছে এক পদ্ধতি
কাজেরও হয় ঠিক মূল্যায়ন, মেনে নিয়ে সেই রীতি|


যে কাজের কথা বলতে চাইছি, সেটা নেই এই দলে
এ কাজ এতই মূল্যবান যে, অনন্যতার কবলে|


নিয়ম মানতে চায় না এ কাজ, তাই তো করেন সন্ধি
হতেও চায় না পৃথিবী পৃষ্টে, কোনো জায়গায় বন্দী|


প্রশিক্ষণের প্রয়োজন নেই, এই কাজ হাতে নিতে
সহজাত এক প্রবৃত্তিতেই এ কাজে মানুষ মাতে|


দলে বলে এই কাজ যে হয় না, এ তো সব্বাই জানে
কিন্তু লাগে তো একজন, যে জোগায় কাজে মানে|


যত সুন্দর বহিঃর্জগৎ, তত মনোরম এই কাজ
এ কাজ মনের আহার সমই, উত্তম কবিরাজ\


না অনুরোধ, না আসে আদেশ, এ কাজ করার জন্য
তবুও এ কাজ করার জন্য, আশায় মন আচ্ছন্ন|


তপনে নিশীথে এই কাজ করে খুশী আসে সম্পূর্ণ
সুখ আনন্দ হয় পুরোপুরি, হয় না তাও বিচ্ছিন্ন|


এই কাজ নিয়ে কত সাহিত্য, কত কাব্যের রচনা
এ সব রচনা থেকে গুঞ্জন, জেগে ওঠে আলোচনা|


এ কাজ করেই, ছড়িয়ে পড়তে থাকে এই মনে ছন্দ
বুঝতেও পারি, এই কাজ পারে, থামিয়েও দিতে দ্বন্দ|


এ কাজ অসাধারণ বই কি, এ কথা মানার প্রয়োজন
কিন্তু কেন যে শর্তেই ভরা, এ কাজের আয়োজন!


এ কাজ অনাদিকালের মিত্র, আজকেও ঠিক তাই
মন খুঁজে পায় এই কাজ করে, শান্তির এক ঠাঁই|


কি এই কাজ তা, তোমরাও জানো, এতেই বিশেষ আশা
এই কাজ ধরে রেখেছে সমাজ, এরই নাম ভালবাসা|