//অন্ত অবশ্যম্ভাবী//


অন্ত ছিল, অন্ত আছে
ভবিষ্যতেও থাকবে অন্ত
অন্ত শান্ত বা অশান্ত
সে যাই হোক-না, তাই চূড়ান্ত।


সৃষ্টি যত, ততই অন্ত
অন্ত দেখায় কোথায় প্রান্ত
প্রান্তের পরে নব দিগন্ত
সেথায় অন্ত হয় অনন্ত।


ভাবনা জানেনা কোথায় অন্ত
আসতেই থাকে অবিশ্রান্ত
সবার ভাবনা হয় বাড়ন্ত
ভাবনা ভ্রান্ত বা অভ্রান্ত।


থামবে না কভু কখনো অন্ত
অনেক প্রয়াস হবেই পণ্ড
অন্ত মেনে জীবন নিশ্চিন্ত
নইলে হতে হবেই ক্লান্ত।


সুবীর সেনগুপ্ত