//অনুভূতি তাৎপর্যপূর্ণ//


দর্শানুভূতি স্পর্শানুভূতি
স্বাদ অনুভূতি সঙ্গে
দৃষ্টির অনুভূতি না থাকলে
জীবন কি থাকে রঙ্গে!


অনুভূতি আর অনুভব ঘিরে
পথ চলা এই জীবনের
শুধু বাস্তব পারে নাকি দিতে
আস্বাদ ঠিক ধরনের!


যত রকমের আছে অনুভূতি
আছে সকলের কবলে
সহানুভূতি কি আছে সব্বার!
প্রশ্নটা রাখি সরলে।


মুখ্য যে অনুভূতি জীবনের
সেটাই সহানুভূতি
এই অনুভূতি নিয়েই জীবনে
আসে প্রীতি-সম্প্রীতি।


সুবীর সেনগুপ্ত