অনুদান আমি নিতেই চাই না
প্রতিদান নিয়ে ভাবতে হয় না
অবদান কিছু রাখতে তো চাই
কি ভাবে যে হবে বুঝতে পারিনা|


ভাবনা আমার তোমাদেরই মত
কিছু অবনত কিছু উন্নত
অনুদানও এক ভাবের বিষয়
এ ভাব আমার সাবধান ব্রত|


দয়ার রূপ কি হবে অনুদান!
কেউ বলে দয়া ভিক্ষা সমান
আমার ধারণা ধারণাতে থাক
দয়া শব্দতে পাই না যে ঘ্রাণ|


দিন যে গড়াবে তাতে ভুল নেই
নিশীথও আসবে না চাইতেই
শুধু দিন রাত পারবে কি দিতে
সুখ আনন্দ জীবনের পাতে!


বেঁচে থাকলেই কিছু চাওয়া থাকে
চাওয়াকে পূরণ করতেও লাগে
সে পূরণ অনুদান দিয়ে নয়
কেবল কর্মে পুরো করা যায়|


অনুদান নিয়ে যে সুখ আসবে
সে সুখ নিয়ে কি জীবন ভাসবে!
যে সুখ আসবে হারিয়েও যাবে  
অনুদানে সুখ মনকে কাঁদাবে|


অনেকে ব্যগ্র অনুদান নিতে
যাচ্ছি না আমি সেই ভাবনাতে
প্রতিটি ভাবনা হয় অনন্য
তাই তো জীবন বিবিধে বন্য|


আমার কথাকে দিও না মূল্য
তুমিও কি নও বুদ্ধি তুল্য!
প্রতি জীবনের পথও ভিন্ন
অবদানও হবে সব অভিন্ন|


মর্যাদা নিয়ে বাঁচতেই হবে
নাহলে জীবন ক্রীতদাস হবে
স্বনির্ভরতায় চললে জীবন
হাসি খুশী হবে দিনের চরণ|