//অনুপস্থিতি//


লিখে রেখেছিল, জানলাম আজ
কেন লিখেছিল, জানব কী করে!
হাতে নিয়ে লেখা প্রশ্নের মুখে বারেবারে...
যে শরীরের মাঝে ছিল প্রাণ
প্রাণ হারিয়েছে তার বাসস্থান
কোন বাসস্থানে সেই প্রাণ আজ ঘোরেফেরে!


এই লেখা তাঁর, বিশ্বাস করি
লেখার সঙ্গে আমি পরিচিত
তাঁর শত শত লেখা হয়ে আছে সঞ্চিত...
আজ আর নেই জানার উপায়
কী কারণ ছিল তাঁর এই লেখায়
কারণ যে ছিল লেখা থেকে প্রমাণিত।


তারিখবিহীন তাঁর এই লেখা
নয় তো কাগজে আঁকাবাঁকা রেখা
আমি তো দেখছি আমাকে লেখার মধ্যে...
যদি না আসতো এই লেখা হাতে
পাল্টে যেতনা ধারণা মনেতে
ভাবতেই হতো পুরনো ধারণা বরাদ্দে।


এখন নতুন ভাবনার ধারা
আর এই লেখা আমার সাহারা
তাও তো প্রচুর আপসোস এই মনে...
পূর্ণ রূপেই সে আমার ছিল
স্বীকারক্তিও তাই বলে দিলো
বদলেও দিলো ভাবনা জীবন দর্শনে।


সুবীর সেনগুপ্ত