//অন্যায় কিছু মানবই কেন!//


মানতে মানতে এমন হয়েছে
সব প্রস্তাব মেনেও নিয়েছি
হটাৎ একটি ধাক্কার পরে
মানতে গিয়েই ঠোকর খেয়েছি।


এতদিন কেন ধাক্কা খাইনি!
উত্তর, সে তো আমারই দায়
কোনো উত্তর খুঁজেই পাই না
ছিল কী বোধহয় ভাগ্য সহায়!


শুধু আমাকেই মানতে হয় না
মানে প্রত্যেকে, সকলেই জানে
অস্বীকার এবং স্বীকারের খেলা
খেলাও চলেছে প্রতি ক্ষণে ক্ষণে।


কলে জল নেই, মেনেই নিচ্ছি
মানবার পরে রেগেও যাচ্ছি
তারপর করে যাই অপেক্ষা
জল এসে গেলে ভুলেও যাচ্ছি।


কিছু ঘটনাকে সব্বাই মানে
না মেনে উপায় কিচ্ছুই নেই
সব কিছু মানা তেমন তো নয়
কিছু প্রতিবাদে হয় পাঠাতেই।


আহ্লাদে আবদার মানা যায়
অন্যায় চাওয়া মানতে বাধায়
কাজে ভুল করে মানলেই জয়
সত্যকে বাদ দেওয়া মানা নয়।


সর্বদা ঘাড় ঘুরিয়েই সায়
বলব কী এটা স্থায়ী মান্যতা!
সংজ্ঞাবিহীন জীবনের মাঝে
মানা না-মানার অদৃশ্যতা।


যে কথা স্বার্থ রক্ষা করছে
সে কথা মানছি, মানব মানব
প্রায় প্রত্যেকে তাই তো করবে
দেখছিও তাই, বলব বলব।


সুবীর সেনগুপ্ত