অপ্রিয় কথা মনের শত্রু


যে কথাকে আমি ছেড়ে দিতে চাই
ছাড়তে চায় না সঙ্গ সে কথা
যতদিন থাকে সেই কথা সাথে
তার উপদ্রবে মন জুড়ে ব্যাথা।


ঢোকাতে হয় না কানে কথাগুলো
হাওয়া নিয়ে আসে, প্রবেশ করায়
অধিকাংশই ছেড়ে চলে যায়
অল্প কিছুকে মন ধরে নেয়।


ধরতেই হলে মনে কোনো কথা
কিছু প্রয়াসের হয় প্রয়োজন
প্রয়াস চলেই অবিরত ভাবে
কভু মনে বসে অজানিতভাবে।


মনে বসে যাওয়া কথা ফিরে আসে
যখন ব্যস্ত নয় কাজে মন
সব কথাগুলো হয় না যে প্রিয়
তাই তো ছাড়তে করি আয়োজন।


মনের ভিতরে অপ্রিয় কথা
থেকে থেকে আনে অস্বাচ্ছন্দ্য
এসে গেলেই তো ক্রোধ শুধু ক্রোধ
কিছুটা সময় অভাবে ছন্দ।


উপায় কী তবে নেই কোনো কিছু!
এই সেই করে হয়েছি বিফল
অনেক অনেক অপ্রিয় কথা
মিশিয়ে দিলাম, হলো দুর্বল।


এই সমস্যা কিছুটা কমেছে
পুরোপুরি হতে পারিনি মুক্ত
এর জন্য কী আর কেউ দায়ী!
নাকি আমি মূল অভিযুক্ত!


সুবীর সেনগুপ্ত