//অপ্রয়োজন কাজে আনন্দ//


যে কাজের নেই কোনো প্রয়োজন
কেউ কেন দেবে সেই কাজে মন!
কেন যে দেবে না, সেটাও প্রশ্ন
নিজ স্বাধীনতা হয় কী হরণ!


সময় যদি হয় অতিরিক্ত
অপ্রয়োজন কাজেই যুক্ত
হতেই পারে না সমালোচনা
কারণ, প্রতিটি মন যে মুক্ত।


অপ্রয়োজন কাজে আনন্দ
আনন্দে নেই সামান্য দ্বন্দ
নেই ঠিক ভুল, সময়ের চাপ
অবসরে এই কাজ পচ্ছন্দ।


কাজ কাজ কাজ, চারিদিকে কাজ
কাজের কারণে ছুটে গেলে কাজ
চুপ করে বসে থাকাও কী কাজ!
শুধু কী নিদ্রা নয় কোনো কাজ!


সময়ের ভাঁজে নেই কোনো কাজ
আমরাই ভরে দিই ভাঁজে কাজ
তার বেশীটাই প্রয়োজনীয়
অল্প অপ্রয়োজনীয় সাজ।


'জলই জীবন', বেশ বলে থাকি
'কাজই জীবন', বলা যায় নাকি!
বললে কী হবে খুব বড় ভুল!
বোধহয় তা নয়, চিন্তাতে পাখী।


সুবীর সেনগুপ্ত